
কুুমিল্লার বুড়িচংয়ে স্কাউটস এর প্রস্তুতি মূলক সভা
নিজস্ব প্রতিবেদকঃ সোমবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা স্কাউটস এর আগামী সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটসের সভাপতি ইমরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসি।
সমাবেশ কে সফল ও সাফল্য করতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল করিম, উপজেলা শিক্ষা অফিসার রৌশন আরা বেগম, সহকারি কমিশনার প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম, সহকারী কমিশনার প্রধান শিক্ষক জামশেদুল আলম ভূইয়া, স্কাউটসের কমিশনার মোঃ মিজানুর রহমান খান, সহকরী কমিশনার যথাক্রমে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ, এম ফিরেজ মিয়া, প্রধান শিক্ষক আবু তহের, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষকআলমগীর হোসেন, ট্রেনার স্কাউটস মোঃ আব্দুল ওহাব, স্কাউটস লিডার ওয়াহিদ উল্লাহ সরকার, ট্রেনার লিডার আবদুল মতিন, কামরুজ্জামান, জামাল হোসেন, মোঃ সাঈদুর রহমান, প্রমুখ।