কুমিল্লার বুড়িচংয়ে ফার্নিচার দোকান আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: সোমবার ভোর ৫ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ফানির্চার ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘর আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়ে যায়। আগুনের তান্ডব দেখে স্হানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় সোমবার বুড়িচং থানায় একটি জিডি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর ফরিজ পুর এলাকায় মোঃ ইসাক(৪৮) এর আই এন্ড এস টিম্বার টেড্রাস নামের একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘরে সোমবার ভোর ৫ টায় বিদ্যুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্র ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। তখন আশে পাশের লোকজন আগুনের উপস্থিতি টের পেয়ে শোর চিৎকার করে।
এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শোর চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে আসে। স্হানীয় লোকজন পানি ছিটিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইসাক হোসেন জানান তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কাঠের তৈরি দরজা, জানালা সহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভূষ্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যপারে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার ভোর ৫টা ময়নামতি ইউনিয়ন এর ফরিজ পুর এলাকায় আই এন্ড এস টিম্বার নামের একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘরে বিদুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ফলে এঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক থানায় একটি জিডি দায়ের করেছে সোমবার দুপুরে।