বিজিবি কুমিল্লা সেক্টরের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ০১ ডিসেম্বর বিজিবি কুমিল্লা সেক্টর প্রতিষ্ঠিত হয়। ২২৪ বছরের গৌরবময় ঐতিহ্যে লালিত বর্ডার গার্ড বাংলাদেশ এর সেক্টর সমুহের মধ্যে কুমিল্লা সেক্টর অন্যতম। ০১ ডিসেম্বর ২০১৯ তারিখে এই সেক্টরের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রীতিভোজের কেক কেটে উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ডিং এবং এরিয়া কমান্ডার কুমিল্লা মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসসি। রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, এনডিসি, পিএসসি এবং সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম, পিবিজিএম ও কুমিল্লা সেনানিবাস হতে আগত উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক কুমিল্লা এবং পুলিশ সুপার কুমিল্লা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ads