ফিলিস্তিনিদের উপর ঝুলুম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
মাইনুল হক: ফিলিস্তিনি নাগরিকদের উপর অন্যায় ভাবে ঝুলুম নির্যাতনের প্রতিবাদে ও ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর জাকের পার্টি, ছাত্রফ্রন্ট ও বাস্তুহারা ফ্রন্টের উদ্যেগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ শুক্রবার বাদ জুম্মা কুুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্তরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷
জাকের পার্টির সভাপতি হাজী ফতেহ আলী মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী আশ্রাফ, সহ-সভাপতি আবুল কাশেম কমিশনার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কুমিল্লা দঃ জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ইমতিয়াজ হোসাইন মাদানী সনেট, ছাত্রফ্রন্টের সাধারন সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী, কুমিল্লা মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনি নাগরিকদের উপর অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা জানান৷ ফিলিস্তিনিদের উপর যেন আর কোন হামলা না হয় সেজন্য জাতিসংঘকে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।