3539

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা নিরসনে মতবিনিময় সভা

মাইনুল হক: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের উদ্যোগে ” নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা নিরসনে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বাস্তবায়ন ও করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়৷

সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি এডভোকেট সৈয়দ নুরুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পিন্টু বেপারি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মোমিন ফেরদৌস ও জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম।

ads

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, ব্লাস্টের এডভোকেসি এন্ড ক্যাপাসিটি উপদেষ্টা এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের উপ সমন্বয়কারী এড. সোফিয়া হাসিন। মতবিনিময় সভার উদ্দেশ্য প্রেক্ষাপট বর্ণনা করেন এডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের উপ-পরিচালক মাহবুবা আক্তার।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা পারভিন , অতিরিক্ত পিপি এড. গোলাম ফারুক, রোটারী ক্লাবের সাবেক জেলা গভর্ণর দিলনাসিন মোহসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ফারহানা আমিন, পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম, ডাঃ মোহসেন আবেদীন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এড. প্রদীপ কুমার দত্ত, ওসিসির ল অফিসার এড. ফয়সাল আহমেদ সাব্বির প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত