কুমিল্লার ফটো সাংবাদিক হুমায়ন কবির জীবন’র একক আলোকচিত্র প্রদর্শনী
মাইনুল হক: কুমিল্লার ফটো সাংবাদিক হুমায়ন কবির জীবন’র একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্ণারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন্নেছা বাহার, কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, কুমিল্লা জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আতাউর রহমান জসিম, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ন কবির জীবন৷
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, আজকের এই আলোকচিত্র প্রদর্শনীতে আমার সবচেয়ে ভালো লেগেছে ছবিগুলোতে শিশু এবং শ্রমিকদের তুলে ধরা হয়েছে৷ কুমিল্লার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে৷ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ আজকে এখানে সিলেকশন করা যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে আমার মনে হয় সবারই ভালো লেগেছে৷ এটাই আমার কুমিল্লা৷ আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কুমিল্লা কে এগিয়ে নিয়ে যাই৷ আজকের এই আলোকচিত্র প্রদর্শনীতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ৷
উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীতে সর্বমোট ৭০ টি ছবি প্রদর্শন করা হয়েছে৷ প্রদর্শনীটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে৷