3488

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ক্যাপ্টেন রেজা’র স্বরণ সভা

মাইনুল হক: মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ২নং সেক্টর গঠন পূর্ব প্রক্রিয়ার অন্যতম নেতা রেজাউল আহমেদ (ক্যাপ্টেন রেজা) এর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত সভাটি আজ বেলা ১১টায় কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷

ads

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবঃ হেলার মোর্শেদ খাঁন বীর বীক্রম, মেজর জেনারেল অবঃ ইমাম উজ জামান বীর বীক্রম, মেজর অবঃ মিজানুর রহমান পি এস সি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব (প্রশাসক) আব্দুল মতিন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, ক্যাপ্টেন রেজা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তাঁর মৃত্যুতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করছি৷

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষনা না দিতেন, তবে আমাদের মুক্তিযোদ্ধে যাওয়ার সুযোগ ছিলো না। আজকে আমরা বিশ্বে প্রমান করেছি বাংলাদেশের মানুষ মাথা তুলে দাড়াতে পারে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন আমরা বঙ্গবন্ধুর কর্মী হিসেবে তা বাস্তবায়ন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে। একজন ভূয়া মুক্তিযোদ্ধাকে সনদ দিয়ে মুক্তিযোদ্ধা বানানোর মানে হচ্ছে সঠিক মুক্তিযোদ্ধাদের অসম্মান করা। তাই অচিরেই ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর৷

ad

পাঠকের মতামত