দেবীদ্বারে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ গড়ায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের উদ্ভূদ্ধকরণ ও ক্ষমতায়ন জরুরী। কারন নারীদের বাদ দিয়ে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবয়ন অসম্পূর্ণই থেকে যাবে।
মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন জাতীয় মহিলা সাংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন দ্বিতীয় প্রকল্পের আওতাধীন উঠান বৈঠকে আলোচকরা ওই বক্তব্য তুলে ধরেন।
কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সাংস্থা দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান শিরিন সুলতানার সভাপতিত্বে ওই উঠান বৈঠকে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক এ,বি,এম,আতিকুর রহমান বাশার, অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, তথ্য আপা নাছরিন আক্তার, অজান্তা, হাজেরা বেগম, রীনা আক্তার জাহানারা বেগম।
আলোচকরা তথ্য ভান্ডারে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জেন্ডার, আইন, ব্যবসা, বাল্য বিয়ে, নারীর ক্ষমতায়ন ও মাদক প্রতিরোধে করনীয় সহ নানা বিষয়ে ডিজিটার সেবার গুরুত্ব তুলে ধরেন। এসব বিষয়ে গ্রামীণ ও উপ-শহরাঞ্চলের তথ্য আপাদের সহযোগীতায় মহিলারাই তথ্যভান্ডারের সুবিধাভোগ করেন। তথ্য কেন্দ্রের সার্বক্ষনিক ইন্টারনেট সংযোগ থাকবে। যার সুবিধা ঘরে বসেই নারীরা তাদের বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও পরামর্শ নিতে পারবেন। উক্ত উঠান বৈঠকে প্রায় ৫০জন নারী অংশ নেন।