দেবীদ্বারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: দেবীদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে ও কৃষিবিদ উত্তম কুমার কবিরাজের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার ওসি মোঃ জহিরুল আনোয়ার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, সহ সভাপতি হাজী মোঃ কেফায়েত উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম, যুবলীগের সদস্য মোঃ মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা সেবক লীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল প্রমূখ ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে ২০১৯-২০ অর্থবছরে রবি মৌসুমের সরিষা, গম, ভুট্টা ও পরবর্তী খরিপ -১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও মুগ চাষে সহায়তার লক্ষে ১ হাজার ৭শ’ ৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।