3441

কুমিল্লার মুরাদনগরে কৃৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে রবি ও২০১৯-২০ মৌসুমে গম ভুট্টা, সরিষা এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুই হাজার তিনশত ৫০ জন প্রান্ত্রিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, মুগ তিল ফসলের বীজ এবং রাসায়নিক সার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল।

ads

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবুল হাসেম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, হুমায়ুন কবীর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, কবির হোসেন, নাছির উদ্দিন, আয়শা আক্তার, শিউলি আক্তার, সত্য রঞ্জন দাস, ফরিদ উদ্দন, বাছির মিয়া, নুরুল আমিন, মোহাম্মদ সোলায়মান, আসলাম কবীর, তোফায়েল আহাম্মদ ও শারমিন আবদীনসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং প্রণোদনা প্রাপ্ত কৃষকগণ।

ads
ad

পাঠকের মতামত