3140

কুমিল্লা ও চট্রগ্রাম পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে মোট ৯.৬ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা পূবালী ব্যাংকের এটিএম থেকে ৩লাখ ৩০ হাজার টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন পূবালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক মাইনুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি গত ১৬ নভেম্বর রাতে এটিএম মেশিন থেকে এই টাকা চুরি হয়েছে বলে উল্লেখ করেছেন।

ads

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন, এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ইতিমধ্যে আমরা সিসি টিভি ফুটেজ পেয়েছি। তদন্ত কাজ চলছে।

পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম চৌধুরী জানান, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে মোট ৯.৬ লাখ টাকা চুরি হয়েছে।

ads

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা গোয়েন্দা বিভাগ পূর্ব এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাহিদুর রহমান৷

ad

পাঠকের মতামত