3158

কুমিল্লায় এইডস বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় এইচ আইভি এইডস আক্রান্ত রোগী রয়েছেন তবে নিবির পর্যবেক্ষণ ও ঔষধ সেবনের কারণে এই  জীবানু বহন করেও বহু বছর বেঁচে থাকাযায় ।  এইচ আইভি/ এইডস  ধরা পড়লেই যে মৃত্যু তা নয়। এই জীবানুর কার্যকর ক্ষমতা পেতেও ১০ বছর লেগে যায়। তবে এই রোগ থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে।    এমন তথ্য প্রকাশ করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন  ডাঃ মোঃ মুজিবুর রহমান।

এইচ আইভি/এইডস বিষয়ক মত বিনিময় সভা গত ১৯ নভেম্বর কুমিল্লা জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ পরিচালক জেড এম মিজানুর রহমান।  এতে হিজড়া সম্প্রদায়ের জন্যে এইচ আইভি/এইডস বিষয়ক শিক্ষা ও সচেতনতা একটি প্রতিবেদন উপস্থাপন করেন বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির ড্রপ ইন সেন্টারের ম্যানেজার সাইদুর রহমান। মূল বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ডাঃ শাহাদাৎ হোসেন,ডাঃ সৌমেন রায়।

ads

কুমিল্লায়  ১১জন এইডস জীবানু সংক্রামিত রোগী সনাক্ত করা হয়েছে। এই রোগীদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও  নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।  গতকাল এমন তথ্য জানা গেছে কুমিল্লায় এইচ আইভি/এইডস বিষয়ক মত বিনিময় সভায়।

ads
ad

পাঠকের মতামত