কুমিল্লায় সপ্তাহ ব্যাপী বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
স্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভুইয়া বলেছেন, শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবার নিজদেরকে নিয়োজিত করাই হবে দেশ প্রেম। দেশ ও মানুষের সেবার মধ্যেই রয়েছে আত্মার শান্তি।
তিনি গত ১৭ নভেম্বর সকালে কুমিল্লা স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর ৭দিন ব্যাপী বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন সামরিক প্রশিক্ষণ শেষে নিজদের মেধা ও যোগ্যতা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজকে প্রমাণ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিম্যান্ট কমান্ডার লেঃ কর্ণেল মুরাদ। এর আগে ক্যাডেটগণ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।
৮ বিএনসিসি ব্যটালিয়ান কুমিল্লা ও চাঁদপুরের ১৭টি প্রতিষ্ঠানের প্রায় ২শ জন ক্যাডেট ৭দিন ব্যাপী এই সামরিক বেসামরিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছে। প্রশিক্ষণ ক্যাম্পে চরিত্রগঠন, দেশ প্রেম, সামরিক ও আত্ম উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।