কুমিল্লার মুরাদনগরে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর-মধ্যনগর মানছুরা আদর্শ মহিলা মাদরাসার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মাহফিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান বক্তা নোয়াকান্দি আল-আমিন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীল আলহাজ্ব মাওলানা শাহ্ অলিউল্যাহ সুলতানী।
সমাজ সেবক হাজী তালেব হোসাইনের সভাপতিত্বে মাদরাসার পরিচালক মাওলানা শেখ মফিজুল ইসলামের পরিচালনায় উক্ত মাহফিলে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন গান্দ্রা শেখ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাজহারুল ইসলাম আশরাফী, চান্দিনার মাওলানা হাফেজ তাজুল ইসলাম, কুমিল্লার মাওলানা আব্দুল করিম সিদ্দিকী ও কালামুড়া বাইতুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার মাওলানা হুমায়ুন কবির জালালী।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক শামীম আহম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।