2913

খোকাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

চেতনায় একাত্তর নিউজ: ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

বিভিন্ন রাজনৌতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

ads

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে তাকে নেওয়া হয় শহীদ মিনারে।

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

ads

শহীদ মিনারে সাদেক হোসেন খোকার মরদেহের পাশে অবস্থান করছিলেন তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীসহ সাদেক হোসেন খোকার রাজনৈতিক সহকর্মীরা।

ad

পাঠকের মতামত