অস্বচ্ছল মেধাবী শিক্ষাথীর পাশে রোটারী ক্লাব অব কুমিল্লা
স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রাম ঘোলপাশা এলাকার মো:ফরিদ মিয়া। পেশায় প্রান্তিক কৃষক মো:ফরিদ মিয়ার পাঁচ সন্তানের মধ্যে আবদুল হালিম তৃতীয়। পারিবারিক অস্বচ্ছলতা হালিমকে লেখাপড়া থেকে পিছিয়ে রাখতে পারেনি। চলতি বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে যশোর মেডিকেল কলেজে ভর্তিও নির্বাচিত হয়। আর্থিক অস্চছলতার ভর্তি সমস্যায় নিয়ে পড়ে হালিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী হালিমের আর্থিক দূরাবস্থার কথা জেনে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়্যাল এর প্রতিষ্ঠাতা কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.জামাল নাছের ক্লাব সদস্যদের সাথে আলোচনা করে তাৎক্ষনিক দশ হাজার টাকা পরবর্তীতে আরো দশ হাজার টাকার চেক তুলে দেন। ভবিষ্যতেও হালিমের লেখাপড়া সংক্রান্ত যে কোন বিষয়ে ক্লাবের পক্ষে যতটুুকু সম্ভব সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। আর তাতেই হালিমের চোখেমুখে প্রশান্তির হাসি। রোটারী ক্লাব অব কুমিল্লা রয়্যালের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থী হালিম এখন তার স্বপ্নের পথে হাটছে। হালিম ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা (সম্মান) বিভাগের শিক্ষার্থী ডালিয়া আক্তারকে তার লেখাপড়া শেষ করা পর্যন্ত মাসিক তিন হাজার টাকা বৃত্তির ব্যবস্থা করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়্যাল। এছাড়াও কুমিল্লা মহিলা কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থী নুসরাত পারভীনের শিক্ষা শেষ করা পর্যন্ত তার লেখাপড়ার ব্যয়ভার বহনের দায়িত্বও নিয়েছে ক্লাবটি।
গত ২ অক্টোবর শনিবার সন্ধ্যায় ক্লাবের নিয়মিত পাক্ষিক সভায় মেম্বারদের উপস্থিতিতে ডালিয়া ও নুসরাতের নভেম্বর মাসের নির্ধারিত শিক্ষাবৃত্তি ৩ হাজার টাকা হারে হস্তান্তর করা হয় এবং মেডিকেল শিক্ষাথী হালিমকে দশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা রয়্যালের প্রতিষ্ঠাতা কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.জামাল নাছের, চ্যার্টাড প্রেসিডেন্ট মনিরুজ্জামান, বর্তমান প্রেসিডেন্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, প্রেসিডেন্ট ইলেক্ট প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, ক্লাব সেক্রেটারী অধ্যাপক মনির হোসেন, ক্লাব সদস্য যথাক্রমে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী,ও মাউশির সহকারী পরিচালক কুমিল্লা অঞ্চল আবুল খায়ের মুন্সি,ড.ফারুক আহমেদ. আবুল হোসেন ফারুক, শাহ আলম ভুইয়া, ফেনী সিটি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম জিয়া, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মহাসম্পাদক কামরুল হাসান,আয়েশা আক্তার, আবদুল্লাহ আল মামুন, মো:শরিয়ত উল্লাহ, মনিরুল ইসলাম,গোলাম মোস্তফা,হাবিবুর রহমান রাসেল,সাইফুল ইসলাম খোকন,মনিরুল হাসান,আবদুল হক,সৈয়দ জাহাঙ্গীর প্রমূখ।