
আইইবি কুমিল্লা কেন্দ্রের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের ২৪তম দুই দিনব্যাপি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আইইবি কুমিল্লা কেন্দ্রের সামনে ক্রস বর্ডার পাওয়ার ট্রেড এন্ড ইনভেসমেন্ট নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (সদর-৬) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। আইইবি কুমিল্লা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আইইবি কুমিল্লা সেন্টারের সম্মানীয় সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, আইইবি প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর ভিসি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার কে এম সালজার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এক্স প্রেসিডেন্ট দ্যা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যামিরেট্স প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম শামীম জেড বসুনিয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান রেখা দেশরাজু, ম্যানেজার ফাল্গুনি বিশ্বাস, সেক্রেটারি সুসান্ত দত্ত, প্রফেসর ইন্দ্রানি চক্রবর্তী, ম্যানেজার সুজাপা হোমরায়, সিনিয়র ম্যানেজার রমা দাস, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেনোলজি ভিসি প্রফেসর ড. ইঞ্জি. মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শেখ মুজিব রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইঞ্জি.মোনাজ আহমেদ নূর, ওয়াটার রির্সোর্স ম্যানেজমেন্ট এর স্পেশালিস্ট এবং এক্স ডিএমডি অব ঢাকা ওয়াসার ড.ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী ও বাংলাদেশ ওয়াটার ডিপার্টম্যান্টে এর ডিজি ইঞ্জি. মো: মাহফুজুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গতকাল সকালে আইইবি কুমিল্লা সেন্টারের সামনে এ উপলক্ষে বিনা মূলে রক্তদান কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলী সদস্যবৃন্দ সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।