
মাষ্টার প্ল্যান অব কুমিল্লা তৈরী করতে আইইবি’কে দায়িত্ব নিতে হবে: এমপি বাহার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আমি কুমিল্লাকে নিয়ে গর্ব করি। আমাদের ঐতিহ্যের কুমিল্লাকে আধুনিক কুমিল্লায় রূপান্তর করতে চাই। কুমিল্লাকে আইটি সিটি হিসেবে গড়তে চাই। ফ্রিল্যান্সিং সিটিতে রূপান্তর করতে চাই। কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ – স্লোগান বাস্তবায়নে সবার সহযোগিতা চাই। আজকে কুমিল্লার নগরীর দুইটি বড় সমস্যা একটি ‘বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বাসা-বাড়ি নির্মাণ’ আর একটি হলো ‘পানি’ সমস্যা। বিল্ডিং কোড রক্ষায় মেয়রকে কঠোর হতে হবে। আইনি পদক্ষেপ নিতে হবে। আর পানি সমস্যা নিরসনে গোমতীর পানি ব্যবহারে পানি উন্নয়ন বোর্ডকে প্ল্যান করলে তা বাস্তবায়নে আমি পদক্ষেপ গ্রহণ করব। কুমিল্লায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। নতুন প্রজন্মের জন্য কুমিল্লাকে নতুন ভাবে সাজাতে মাষ্টার প্ল্যান অব কুমিল্লা তৈরী করতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কুমিল্লাকে দায়িত্ব নিতে হবে। কুমিল্লার বিশ্ববিদ্যালয় গুলি শুধু একােেডমিক জ্ঞানে সীমাবদ্ধ রাখতে হবে না। কুমিল্লাকে নতুনভাবে সাজাতে নতুন নতুন কনসেপ্ট দিতে হবে। সকলের প্রচেষ্ঠায় আমরা নতুন প্রজন্মের অহংকারের আধুনিক কুমিল্লা গড়তে চাই। দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কুমিল্লা সেন্টারের উদ্যোগে আইইবি কুমিল্লা কেন্দ্রের ২৪তম সম্মেলন উপলক্ষ্যে “কুমিল্লা সিটিতে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহে” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর-০৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
আইইবি কুমিল্লা সেন্টারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন আইইবি কুমিল্লা সেন্টারের সম্মানীয় সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো: মনিরুল হক সাক্কু ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর ভিসি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার কে এম সালজার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভিসি ও দ্যা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ প্রাক্তন প্রেসিডেন্ট এ্যামিরেট্স প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম শামীম জেড বসুনিয়া।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেনোলজি ভিসি প্রফেসর ড. ইঞ্জি. মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শেখ মুজিব রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার.মোনাজ আহমেদ নূর, ওয়াটার রির্সোর্স ম্যানেজমেন্ট এর স্পেশালিস্ট এবং সাবেক ডিএমডি অব ঢাকা ওয়াসার ডক্টর ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী ও বাংলাদেশ ওয়াটার ডিপার্টম্যান্টে এর ডিজি ইঞ্জি. মো: মাহফুজুর রহমান।
বক্তাগণ ঢাকা-চট্টগ্রামের পর কুমিল্লা সিটিতে সুপেয় পানি সরবরাহ করার জন্য স্থানীয় সাংসদ ও মেয়রকে এ বিষয় নিয়ে সরকারের সহযোগিতা নিয়ে কাজ করার পরার্মশ প্রদান করেন। ভমিকম্প থেকে রার জন্য পরিকল্পিত নগরায়নে এখন থেকে প্লান মোতাবেক নতুন নতুন ভবন নির্মাণে কোন প্রকার ছাড় না দেওয়ার পরার্মশ দেন। আমন্ত্রিত অতিথিগণ বর্তমান সরকারের পরিকল্পিত উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতে দেশের স্থায়ী উন্নয়নকে ধরে রাখতে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।