2740

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: চেয়ারম্যান টুটুল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কতিপয় মানুষের উন্নয়ন হলে দেশ উন্নত হবে নাই, তাই প্রান্তিক জনগনের উন্নয়নের জন্য বর্তমান সরকার ‘সফট স্কিলস’ প্রশিক্ষনের আয়োজন করেছেন। আপনাদের সবাইকে নিজ নিজ অব¯’ানে থেকে পরিকল্পিতভাবে দেশের উন্নয়নের এগিয়ে আসতে হবে।
বুধবার (৩০অক্টোবর) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নের জন্য ‘সফট স্কিলস’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান টুটুল আরো বলেন, সরকাকরের উন্নয়নে দিশেহারা হয়ে একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্র করছে। সকল সড়যন্ত্র উৎখাত করে বাংলাদেশ এগিয়ে যাবে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে কোন আপোষ করে নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করবেনা। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
আদর্শ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ ছায়েফ উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরীন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড সুপার ভাইজার আব্দুল মান্নান।

ads
ad

পাঠকের মতামত