কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য এবং মালামালসহ আটক-১
নিউজ ডেস্ক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ একবালিয়া পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার-২০৮৮ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “মীরআলী চৌমুহনী” নামক স্থান হতে ভারতীয় ৯৩ বোতল ফেন্সিডিল (৩৭,২০০/-) এবং ০১ টি সিএনজিসহ (৫,০০,০০০/-) এক জন মাদক চোরাকারবারী মোঃ জামাল হোসেন (৩০), পিতা-মোঃ সুলতান আহমেদ, গ্রাম-কোয়ার, পোষ্ট-চাঁনগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৮ বোতল ফেন্সিডিল (৭,২০০/-) এবং ১৬ বোতল মদ (২৪,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫,৬৮,৪০০/- (পাঁচ লক্ষ আটষট্টি হাজার চারশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।