কুমিল্লায় রোটারী গোমতি জোনের উদ্যোগে বিশ্ব পোলিও ডে উদযাপন
নিজস্ব প্রতিবেদক: “পোলিও মুক্ত বিশ্ব চাই” এ শ্লোগানকে ধারন করে পোলিও ডে উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি থেকে রোটারী জেলা ৩২৮২ গোমতি জোনের আয়োজনে বণ্যার্ঢ র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন করে টাউনহল মাঠে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন আইপিডিজি দিলনাশিঁ মোহসেন, ল্যাফটেনেন্ট গভর্ণর হাসান ইমাম মজুমদার, এডিশনাল ল্যাফটেনেন্ট গভর্ণর ইমামুজ্জামান চৌধুরী শামিম ও আবুল হোসেন ছোটন, প্রোগ্রাম চেয়ারম্যান মমিন আহমেদ রনি সহ ডিস্ট্রিক লিডারবৃন্দ ও গোমতি জোনের সকল ক্লাবরে প্রেসিডেন্ট,সেক্রেটারী ও রোটারীয়ানরা। প্রোগ্রাম হোস্ট করেন রোটারী ক্লাব অব কুমিল্লা মিডসিটি।
ads