2662

বরুড়ায় সমৃদ্ধির অগ্রযাত্রায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম ত. চ. লাহা উচ্চ বিদ্যালয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় নারী পুরুষের সমান অংশগ্রহণে গড়বে সমৃদ্ধ বাংলাদেশ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: আবদুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: কামরুজ্জামান মজুমদার, সহকারী জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা, মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরুড়া, মো: আবদুর রহিম, সহকারী অধ্যাপক, রেহানা কারিগরি ও বানিজ্য কলেজ, বরুড়া। আরো বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক ও অভিভাবকদে পক্ষ থেকে বক্তব্য রাখেন শিরিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মো: দেলোয়ার হোসেন সহকারী প্রধান শিক্ষক, কাদবা তলাগ্রাম ত. চ. লাহা উচ্চ বিদ্যালয়।

ads

সমাবেশে বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান।

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। বরুড়াকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ads
ad

পাঠকের মতামত