দেবিদ্বার সুবিল ইউপি আওয়ামী লীগের সভাপতি রমিজ ও সা. সম্পাদক জুয়েল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ওই ত্রি-বার্ষিক সম্মেলনে সকল ওয়ার্ড কাউন্সিলর ও নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি এবং সকলের সম্মতিক্রমে মোঃ রমিজ উদ্দিন সরকার কে সভাপতি ও ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ায় মোঃ কামরুজ্জামান জুয়েল কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সুবিল ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।
দেবিদ্বার উপজেলার সুবিল ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ মোঃ রমিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ভুইয়ার উপস্থাপনায় আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনীয় বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজ্বী মোঃ জয়নুল আবেদীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার।