কুমিল্লায় ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতার লক্ষ্যে সেমিনার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ভোক্তা অধিকার আইন-২০১৯ এর অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্যাব কুমিল্লা জেলা শাখার সভাপতি আখলাক হায়দার, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, দর্পণের নির্বাহী পরিচালক ও ক্যাব কুমিল্লার সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ, ক্যাব কুমিল্লার সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, ক্যাবের অর্থ সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস, সাংবাদিক জহির শান্ত, ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন প্রমুখ।
সেমিনারে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নানা শ্রেণি পর্যায়ের মানুষজন ভোক্তা অধিকার নিয়ে কথা বলেন এবং এ সংক্রান্ত বিষয়ে নানাবিধ তথ্য জানতে চান। এসময় তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে মনিটরিং বৃদ্ধির প্রস্তাব দেন।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক বলেন, কুমিল্লার মানুষের ভোক্তা-অধিকারের বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে। সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য সরকার আইন করেছেন; আমরা সমন্বিতভাবে সে আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।