মনোহরগঞ্জে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া
নিজস্ব প্রতিবেদক: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এর প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া বাস্তবায়ন করেন লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মোঃ সায়েদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার প্রমুখ।
সচেতনতা বৃদ্ধির মহড়ায় লাকসাম ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন বিএসসি, আব্দুল মান্নান, সাইদুর রহমান দুলাল, মাষ্টার রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী সহ পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মহড়ায় অংশগ্রহণ করেন লাকসাম ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আব্দুর রশিদ, মোঃ কামাল হোসেন, ফায়ার ফাইটার আব্দুল মালেক, আবু হাসেম, খোরশেদ আলম, এমরান হোসেন ও ফিরোজ আলম মজুমদার সোহাগ। সচেতনতা বৃদ্ধির মহড়ায় অভিনব পদ্ধতিতে অগ্নিনির্বাপণ এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়ার প্রশিক্ষণ দেয়া হয়।
আক্তারুজ্জামান সুমন