2404

কুমিল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এমপি বাহার

মাইনুল হক: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শনিবার রাত ১০ ঘটিকায় কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা-মন্ডব পরিদর্শন করেছেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

পরিদর্শনকালে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন রয়েছে তার অনন্য এক উদাহরণ এই শারদীয় দুর্গাপূজা। এখানে সবাই নির্বিগ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সৌহার্দ্য, ভ্রাতৃত্বে এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল মহলের সমন্বয়ে এবারের উৎসব পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

ads

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু প্রসাদ রায় সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

ads

ad

পাঠকের মতামত