কুমিল্লায় গৃহহীন দুই মহিলাকে দেয়া নতুন ঘরের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ তহবিলের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র আমড়াতলী শাখাধীন ০৪ নং আমড়তলী ইউনিয়নের বানাসুয়া মহিলা কেন্দ্রের গৃহ ঋণী বিউটি রানী দত্ত ও লাভলী আক্তার স্বপ্না কে দেয়া নতুন ঘরে গৃহ প্রবেশ অনুষ্ঠান গত ২রা অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
ফিতাকেটে নতুন ঘরের উদ্বোধন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা গৃহায়ন কমিটির সদস্য-সচিব মোহাম্মদ ছায়েফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সিটিভি নিউজ ২৪, কুমিল্লা’র সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদর্শ সদর শাখার ম্যানেজার মো: মিজানুর রহমান ও প্রধান কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তা ঝর্ণা রানী সরকার ও শিউলী চক্রবর্তী। এরপর উপস্থিত সদস্যগণ গৃহ ঋণের পাশাপাশি তাঁদের অন্যান্য কর্মসূচির সফলতার বর্ণনা দেন। পরে অতিথিগণ একে একে তাঁদের বক্তব্য রাখেন এবং তাঁরা গৃহায়ন কর্মসূচীসহ সংস্থার সকল প্রকার আয়-বৃদ্ধিমূলক কাজের উপর সন্তোষ প্রকাশ করেন।
সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ জানান, জিইউএস ০৩ জানুয়ারি, ২০১০খ্রি: হতে অদ্যাবধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আর্থিক সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ০৩ টি উপজেলার (আদর্শ সদর, বুড়িচং ও কুমিল্লা সদর দক্ষিণ) ১০টি ইউনিয়নের ৬৫টি গ্রামে ৩৮৯টি গৃহ নির্মাণ করেছে। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে: ৪৭টি, আদর্শ সদর উপজেলায়: ২২৯ টি, বুড়িচং উপজেলায়: ১০৭ টি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়: ০৬টি। চলতি মাসের মধ্যে অত্র সংস্থার কর্ম-এলাকায় সুবিধাবঞ্ছিত আরও ০৯টি গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। প্রতিটি গৃহের বর্তমান মূল্য ৭০,০০০ টাকা। গৃহ ঋণের সকল উপকারভোগীগণ এ ঘর তৈরীর পাশাপাশি মাথাপিছু ০১টি করে স্বাস্থ্যসম্মত পায়খানাও নির্মাণ করেন। ঋণের বার্ষিক সার্ভিস চার্জের হার ৫.৫০%, ঋণ আদায় ও পরিশোধের হার শতভাগ, ঋণের মেয়াদকাল ৫ বৎসর, ঋণ আদায়ের ধরণ সাপ্তাহিক এবং মোট আদায়যোগ্য কিস্তির সংখ্যা ২৩০টি।