দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তাদেরকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোন প্রতিষ্ঠানে কেউ কোনো দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও মাদ্রাসা মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্নীতি উপড়ে ফেলতে সর্বাত্নক ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্নীতি দমন বিষয়ে সফল হওয়ার আশাবাদী সরকার।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশলী হেদায়েতুল্লাহ, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসনসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।