2092

জেলা প্রশাসনের সঙ্গে ইউএন উইমেন এর সমঝোতা স্মারক

মাইনুল হক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে জাতিসংঘের ইউএন উইমেন সংস্থার আয়োজনে ও কানাডার সহায়তায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার ১১ সেপ্টেম্বর দুপুর ১ ঘটিকায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন জেলা প্রশাসক জনাব আবুল ফজল মীর ও জাতিসংঘের ইউএন উইমেন এর পক্ষে স্মারকে স্বাক্ষর করেন জাতিসংঘের ইউএন উইমেন নারী প্রতিনিধি শোকো ইশিকাওয়া।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক জনাব আবুল ফজন মীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতিসংঘের ইউএন উইমেন নারী প্রতিনিধি শোকো ইশিকাওয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাঈন উদ্দিন প্রমূখ।

ads

কুমিল্লা জেলা প্রশাসন এবং জাতিসংঘের ইউএন উইমেন সংস্থার প্রকল্পের চুড়ান্ত উদ্দেশ্য হল লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ সমতা এবং ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার অতি: পুলিশ সুপার সাথী রানী শর্মা, কুমিল্লা জেলার বিশিষ্ট নারী নেত্রী পাপড়ী বোস, বিশিষ্ট সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও কুমিল্লা জেলার বিভিন্ন সংস্থার নারী নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

 

 

ad

পাঠকের মতামত