2014

মুরাদনগরে উদ্ধার মরদেহের পরিচয় খুঁজছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে মাছের প্রজেক্ট থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০ আগস্ট উপজেলার পাহাড়পুর ইউপি পান্তি বাজার এলাকা থেকে উদ্ধার মরদেহের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি সংস্থাটি।

পিবিআই কুমিল্লার ইন্সপেক্টর ইখতিয়ার উদ্দিন বলেন, মাছের প্রজেক্টের পানিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ওইদিন বিকেলে মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়। পরদিন বুধবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উদ্ধার মরদেহের পরনে কোনো কাপড় ছিল না। মরদেহের শরীরে ক্ষত চিহ্ন দেখে মুরাদনগর থানা পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ফেলে যাওয়া হয়েছে। পরে এ ঘটনায় মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। ওই মামলাটি পিবিআই তদন্ত করছে।

ads

তিনি আরো বলেন, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো পরিচয় পাওয়া যায়নি। তাই কোনো ব্যক্তি নিখোঁজ হলে কুমিল্লা পিবিআইকে জানানোর অনুরোধ রইল। ওই ব্যক্তির পরিচয় জানলে হত্যার রহস্যও উদঘাটন হবে।

ads
ad

পাঠকের মতামত