কুমিল্লাতে আমার অনুসারীদের রেখেই কমিটি হবে: মেয়র সাক্কু
নিজস্ব প্রতিবেদক: দলকে ভালবাসতে হলে দলের সুখে দুখে পাশে থেকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর যদি আওয়ামীলীগ গুরে দাঁড়াতে পারে তাহলে বিএনপি ও আগামীতে গুরে দাঁড়াবে। পদ ছাড়া রাজনীতি করার আগ্রহ থাকে না।দীর্ঘদিন ধরে দলীয় পদ না থাকায় সাংগঠনিক দূর্বলতা দেখা যাচ্ছে। তাই দলের সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে দলকে সুসংগঠিত করে কাজ করতে হবে। তাহলে আন্দোলন সংগ্রাম করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। রোববার সকাল ১১ ঘটিকায় টাউন হল অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব মনিরুল হক সাক্কু এসব কথা বলেন। তিনি আরো বলেন সেলফি তুলে ফটোশেষন করে আন্দোলন করা যায় না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দৈর্য ধরুন ২০২০ সালের মধ্যে আপনারা সুখবর পাবেন। কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর কমিটি করতে হলে আমার অনুসারীদের রেখেই কমিটি করতে হবে। সরকারের কাছে বেগম খালেদা জিয়াকে নিঃশ্বর্থ মুক্তির আহবান জানান।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আব্দুর রউফ চৌধুরী ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মু্ক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ছিদ্দিক, কুমিল্লা কলেজের সাবেক জিএস জসিম উদ্দিন, হাজী আব্দুস সালাম মাসুক, নুরুল ইসলাম, আবুল হোসেন, রায়হান রহমান হেলেন, এডভোকেট কাইমুল হক রিংকু, সাইফুল বিন জলিল, কাউন্সিলর শাহ আলম মজুমদার, মতিউর রহমান কামাল, যুবদল সভাপতি ইউসুফ মোল্লা টিপু, সাধারন সম্পাদক হাজী আনোয়ার উল হক, বিএনপি নেতা সাজ্জাদুল কবির, সাবেরা আলাউদ্দিন, সাকিনা আক্তার, সেচ্ছাসেবকদল নেতা মুজাহিদ চৌধুরী, হাজী এনামুল হকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান হাফেজ ইকবাল হোসেন নোমান।