
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার হাটের জায়গা পরিদর্শন
বুধবার (২৮ আগষ্ট) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার হাটের জন্য দুইটি জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল। পৌর এলাকার সেনেরখীল সীমান্তে দুই দেশের প্রতিনিধি দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিনিধি দল সেনেরখীল ও কালিকাপুর ইউনিয়নের জগতপুরে বর্ডার হাটের জন্য জায়গা পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম, বিজিবি ১০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান এবং ভারতের পক্ষে কালেক্টর সাউথ ত্রিপুরার জেলা ম্যাজিষ্ট্রেট শ্রী দেবাবিয়া বর্ধন, জেলা প্রেসিডেন্ট শ্রী লিবাশান দাশ, শ্রী কাকার দাশ দত্ত, বিএসএফ ১৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক রাম কুমার।