নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
২৮ আগষ্ট ২০১৯ বুধবার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজারে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার প্রধান জোন মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান জনাব সামছুদ্দীন কালু।
শাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ছাদেক হোসেন ভূইয়া, ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা শাখা প্রধান মো. হাবিবুর রহমান ও ব্যাংকের এজেন্ট মেসার্স মজুমদার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. মামুন মজুমদার।স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মো. বজলুর রহমান।
এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।