1788

অনিশ্চিত সালমানের ‘ইনশাআল্লাহ’ আরেক ছবির প্রতিশ্রুতি

আগামী বছরের ঈদে মুক্তি পাচ্ছে না সঞ্জয় লীলা বানসালি পরিচালিত, সুপারস্টার সালমান খান ও আলিয়া ভাট অভিনীত ‘ইনশাআল্লাহ’।

তবে সালমান খান প্রতিশ্রুতি দিয়েছেন, ২০২০ সালের ঈদে তাঁর আরেকটি চলচ্চিত্র মুক্তি পাবে। টুইটারে সালমান এ খবর জানানোর পর ভক্তরা হতাশ। বানসালির ছবিতে সালমানের ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন ভক্তরা।

ads

তবে কী কারণে ‘ইনশাআল্লাহ’ ছবির মুক্তির দিন পেছানো হলো, তার কারণ জানা যায়নি।

প্রথমবারের মতো সালমান খান ও আলিয়া ভাটের জুটি বাঁধার খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা। যদিও কেউ কেউ বয়স নিয়ে সমালোচনা করেছেন। তা ছাড়া দীর্ঘ ২০ বছর পর এ ছবির মধ্য দিয়ে ফের সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন সালমান খান। সর্বশেষ ১৯৯৯ সালে তাঁরা ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে কাজ করেছিলেন। ওই ছবিতে সালমান খান, ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন।

ads

সালমান খান এখন তাঁর নতুন প্রকল্প নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। ভাই আরবাজ খান প্রযোজিত ‘দাবাং থ্রি’র শুটিং করছেন বলিউডের ভাইজান। এতে তাঁর বিপরীতে রয়েছে বরাবরের মতো সোনাক্ষি সিনহা। কিছুদিন আগে ‘দাবাং থ্রি’র মুক্তির তারিখ ২০ ডিসেম্বর, ২০১৯ ঘোষণা দেওয়া হয়েছে।

শুধু তা-ই নয়, আলিয়া ভাটও দুটো বড় প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি এখন ‘সড়ক টু’র শুটিং করছেন। এ ছাড়া মুক্তি পেতে চলেছে তাঁর ‘ব্রহ্মাস্ত্র’। এতে তিনি প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন।

সালমান খানের ‘ইনশাআল্লাহ’ ছবির মুক্তির কথা ছিল ২০২০ সালের ঈদে। এ কারণে রোহিত শেঠি পরিচালিত এবং অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। যা হোক, প্রতিবছর ঈদ উপলক্ষে সালমানের একটি নতুন ছবি মুক্তি পায়। আগামীবারও ব্যতিক্রম হবে না।

ad

পাঠকের মতামত