গোমতি নদীর ব্রিজের নিচ থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার
কুমিল্লা গোমতি নদীর ব্রিজের নিচ থেকে শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু (৭৪) নামের বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ব্রিজ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (২৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে কুমিল্লার বানাসুয়া এলাকার গোমতি নদীর ব্রিজের নিচের পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে ছত্রখিল ফাঁড়ির পুলিশ।
নিহত শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বিচিতলা গ্রামের ভারত চন্দ্র চাকমার ছেলে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান,কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের নিচ থেকে বিকাশ চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রেল ব্রিজ থেকে পড়ে তিনি নিহত হয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সাথে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা যায়। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।