ভয়াবহ ২১শে আগস্ট উপলক্ষে কুমিল্লায় স্মরণ সভা
২০০৪ সালের ২১শে আগস্ট বিএনপি-জামাত জোট পরিকল্পিত ভাবে ঢাকায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেণেড হামলার সাথে জড়িতদের বিচার ও হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা করেছে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগ।
বুধবার সন্ধায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন।সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। সেদিন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেডে নিহত হন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী। তারা অভিযোগ করে বলেন, তৎকালীন বিএনপি- জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকান্ড হয়েছিল। ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হামলাকারীরা একসূত্রে গাঁথা। তারা দেশের উন্নয়ন চায় না। তাই আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ-বিরোধী এই চক্রকে প্রতিহত করতে হবে। ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারী খুনিদের অবিলম্বে ফাঁসির দাবি জানান বক্তারা।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১নং সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিনের ভাপতিত্বে ও সধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল অলিম কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, কুমিল্লা টউন হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক আলী মনসুর ফারুক, সদস্য সেলিম সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা, সহ প্রচার সম্পাদক শায়েরিন শায়ের, সদস্য কাইয়ুম খান বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর আল আমিন সাদি, সদস্য বোরহান মাহমুদ কামরুল ও সদস্য মোঃ রোকন উদ্দিন।