নতুন সৌদি প্রবাসীরা ইকামা না পেলে যা করণীয়
সৌদিতে নতুন আসা প্রবাসীদের বিশেষ করে প্রথম তিনমাসের মধ্যে আকামা পাওয়ার নিয়ম। কিন্তু যদি কোন কারনে ইকামা না পেয়ে থাকেন, তাদের জন্য যা করণীয়।
সৌদি আরবের দাম্মাম শহরে প্রায় ১৫ বছর ধরে থাকেন ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, প্রথম ৩ মাস প্রবাসীর সঙ্গে ইকামা না থাকলে, তিন মাস পাসপোর্ট সঙ্গে রেখে সাধারণ চলাফেরা করা যায়।
অনেক সময় ৪-৬ মাস কিংবা ১ বছর আকামা পাচ্ছে না, এরকম খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি এবং অনেকের কাছ থেকে শুনি। তাদের জন্য পরামর্শ হলো, ভিসাদাতা অথবা কফিলের সঙ্গে যদি মিউচুয়াল আন্ডাষ্ট্যার্ন্ডিং করতে না পারেন তাহলে লেবার কোর্টে যান।
তিনি আরো বলেন, মক্তবে আমেলে গিয়ে আপনার সমস্যা বা অভিযোগের কথা বলুন।ওদের পরামর্শমতন কাজ করুন। একমাত্র ওরাই সমাধান দিতে পারবে এই বিষয়টির। কোনরকম, মারামারি, ধরাধরি বা অন্যসব জটিলতায় না গিয়ে, মক্তব আমেলে যাওয়াই সঠিক পথ এবং তারাই আপনাদের সমাধান দিবে।