মনোহরগঞ্জে নবাগত ইউএনও’র ইউপি সচিবদের সাথে মতবিনিময়
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাইশগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুল ইসলাম, সরসপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সফিক উল্লাহ, ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রব, ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল করিম, মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের সচিব আবু রাসেল খাঁন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সচিব নূর আলম, খিলা ইউনিয়ন পরিষদের সচিব রোজিনা আক্তার, উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গির আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের সচিব নারগিস আক্তার এবং বিপুলাসার ইউনিয়ন পরিষদের সচিব যোগেশ চন্দ্র।
মতবিনিময় সভায় নাগরিক সেবার মান বৃদ্ধি ও সেবাকে অধিকতর জনবান্ধব করার বিষয়ে পারস্পরিক মতামত ব্যক্ত করা হয়।