
মুক্তিযোদ্ধার উপর হামলায়, চৌদ্দগ্রামে প্রতিবাদ সভা
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর আ’লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোখলেছ মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এবং অবিলম্বে অভিযুক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে একজন বীর মুক্তিযোদ্ধার উপর প্রাণনাশের উদ্দেশ্যে ভয়ংকর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পৌরসভাধীন সোনাকাটিয়া গ্রামের সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় একজন মুক্তিযোদ্ধা ও কাউন্সিলরের উপর এমন নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় বাকরুদ্ধ পুরো উপজেলা। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার দিন (১৫ই আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা সদস্য, পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং চৌদ্দগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছ মিয়ার উপর এমন জঘন্য ও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।আশংকাজনক অবস্থায় স্থানীয়রা ছুটে এসে তাঁকে প্রথমে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে এবং সবশেষে ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছ মিয়া এখনো শঙ্কামুক্ত নন। বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছ মিয়ার উপর এমন ভয়াবহ হামলায় নেতৃত্ব দিয়েছে সন্ত্রাসী ও মাদকসেবী মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।
রবিবার (১৮ই আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পৌরসভাধীন সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় ভয়ংকর সন্ত্রাসী ও মাদকসেবী মোস্তাফিজসহ সকল সন্ত্রাসীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জোর দাবী জানানো হয়। প্রতিবাদ সভার রবিবার (১৮ আগষ্ট) বিকালে পৌর এলাকার সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. মিজানুর রহমান। সভায় সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান মুন্নাকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়। শোকের মাসে শোকাতুর বাঙালিদের হৃদয় নাড়িয়ে দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধার উপর এই নৃশংস সন্ত্রাসী হামলা। এ ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
চৌদ্দগ্রাম পৌরবাসী কর্তৃক আয়োজিত, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলী আহম্মেদ বি.কম এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজী, কাউন্সিলর নজরুল ইসলাম কামাল, মোঃ মফিজ, সাইফুল ইসলাম, মোঃ ইউনুস, শাহীন ও মহিলা কাউন্সিলর নাসিমা খাতুন, যুবলীগ নেতা আবুল হাশেম, আব্দুস সাত্তার, মাষ্টার মীর হোসেন মীরু। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।