বুড়িচংয়ে স্টুডেন্টস এসোসিয়েশনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠনের উদ্যোগে বুধবার ঈদ পূর্নমিলনী,ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এস এস সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন স্হানে ২০১৮-২০১৯ সনে ভর্তিতে চান্স প্রাপ্তদের সম্মাননা স্বারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এবং অন্যান্য অতিথি বৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ- সম্পাদক অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এম বি এ।
সভাপতিত্ব করেন স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ যোবায়ের আহম্মেদ খাঁন এবং পরিচালনা করেন সাবেক সভাপতি বশির উদ্দিন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদ নগর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কবির হোসেন,দৈনিক আমাদের নতুন সময়ের উপ – সম্পাদক মোহাম্মদ আব্দুল অদুদ,অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক মোঃ মাসুদ পারভেজ, অ্যাডভোকেট মোঃ ফরহাদ আলম,অ্যাডভোকেট শামীমুল ইসলাম খান,অ্যাডভোকেট এম জহীরুল ইসলাম, সিজনস ভ্যালী হোল্ডিংস এর চেয়ারম্যান মোঃ ছাদেকুর রহমান,মোঃ আতোয়ার জাহান ভূইয়া, মোহাম্মাদ শহীদুল্লাহ্, মোঃ মাসুদুর রহমান, মোঃ আব্দুল্লাহ আলমাসুদ,মঞ্জুর মোর্শেদ, মোঃ আবু সায়েম, মোঃ সেলিম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সৌরভ।
আরো বক্তব্য রাখেন সিনিয়র ব্যবস্হাপক মাহমুদ গ্রুপের মোঃ মহিবুল আলম জুয়েল, কাজী মাহমুদুল হাসান, মোঃ আব্দুল বাতেন,মোঃ আবু সাঈদ নাদিম,মোঃ আনোয়ার হোসেন, মোঃ রবিউল হাসান রিপন,মোঃ মাসুম করিম,মোঃ নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ লোকমান হোসেন প্রমুখ।
এছাড়া সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণির গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।