চান্দিনায় ৩৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২’র একটি আভিযানিক দল ০৫ আগস্ট সোমবার দুপুর ২টায় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ঢাকা অভিমুখী মহাসড়কের চান্দিনা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আহম্মদ উল্লাহ (২০) নামে এক মাদক কারবারি কে আটক করে। আটক আহাম্মাদ চান্দিনা উপজেলার নলপুনি গ্রামের আব্দুল লতিফের ছেলে। এ সময় তার হেফাজত হতে ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
এবিষয়ে র্যাব ১১ সিপিসি২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী কুমিল্লা জেলার চান্দিনা থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা হতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।