কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদ্বোধন
‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র্যালী বের করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সচেতনতামূলক এ র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে সিটি মেয়র মনিরুল হক সাক্কু, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ সিটি করপোরেশনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করে।
ads
এর আগে মেয়র রঙ্গীন বেলুন উড়িয়ে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।
এদিকে আজ থেকে নগরীর ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং মশক নিধনে মশার ওষুধ ছিটানোর কাজ শুরু হয়েছে। নগরীর ২৭ টি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার জন্য ৪০০ শত জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করা হয়।