পদ্মা সেতু নির্মানে মাথা লাগবেই, ফেসবুকে গুজব ছড়ানোয় কুমিল্লায় আটক ১
ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় মোঃ শামিম হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ।
বুধবার ভোর ৬টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলার নাজিরা বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শামিম লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাঘালিয়া কলকোপা মুন্সিবাড়ির মৃত ওজিউল্লার ছেলে। বর্তমানে বুড়িচং উপজেলার নাজিরা বাজারে থাকে।
পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এ নিয়ে কুমিল্লায় তিন জনকে আটক করে আইনশৃংখলা বহিনী।
বুধবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কর্যালয়ে সংবাদ সম্মেলনে শামিমকে আটকের বিষয়টি জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান সহ জেলা পুলিশের উর্দ্দতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর বিকৃত ছবি দিয়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায় আটককৃত শামিম। শামিম ‘এম ডি শামিম ’ নামের ফেইসবুক আইডি থেকে ‘মাথা কেটে নিচ্ছে নিরিহ মানুষের’ পদ্মা সেতু নির্মানের জন্য মাথা লাগবেই, এরকম কয়েকটি পোস্ট দেয়। বিষয়টি নজরে আসলে জেলার সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে শামিম কে আটক করে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে পদ্মা সেতু নিয়ে ফেইসবুকে গুজব ছড়ানোর বিষয়টি শিকার করে সে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ, সেটিতে গুজব ছড়ানোর তথ্য প্রমান পাওয়া গেছে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।