1182

কুমিল্লা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন

কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

মঙ্গলবার ২৩ জুলাই দুপুরে মহানগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরীর নব-নির্মিত শহীদ মিনারের কাজ মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন।এরপর কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কালিয়াজুরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে নির্মিত কালিয়াজুরী ফোরকানিয়া মাদ্রাসার কাজ পরিদর্শন করেন এবং ৩ নং ওয়ার্ডের উওর রেইসকোর্স ধানমন্ডি-৫নং রোডের আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করেন।

ads

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক
জনাব সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জনাব শরিফুল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য তারিক হোসেন বাদল, কুমিল্লা মহানগন আওয়ামী যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মুরাদ মিয়া, মামুনুর রশিদ মামুন, আমিরুল আহসান রেজভী, জাকারিয়া রাহাত, সাইফুল ইসলাম তোফায়েল, সিরাজুল ইসলাম, সাংবাদিক ফারুক, ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলাল, সেচ্ছাসেবকলীগে নেতা আবু রিমন, প্রকল্পের ঠিকাদার মাহফুজুল হক রাকিবসহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রীলীগের নেত্ববৃন্দ।

ads

এর আগে কুমিল্লা শৈলরানী বালিকা উচ্চ বিদ্যালয়’র ছাত্রীদের জন্য শৈাচাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জনাব শরিফুল ইসলাম, শৈলরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা হেলাল জাহানারা বেগমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও প্রকল্পের ঠিকাদার জনাব মাহফুজুল হক রাকিব।

ad

পাঠকের মতামত