
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ জুলাই কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হানিফ ও শাহাজাদা টুটুল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাদেকুর রহমান পিয়াস বলেন, আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করি তাদের প্রত্যেককে দেশের সার্থে কাজ করতে হবে, মানুষের বিপদ আপদে এগিয়ে আসতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। তাহলেই আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের মধ্যে কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি শ্রেষ্ঠ সাংগঠনিক ইউনিট।
এছাড়া ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। সভায় ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিল।