মনোহরগঞ্জে মৎস্য চাষীদের সম্মাননা প্রদান
“মাছ চাষে গরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুুকরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সায়েদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান শাহী জিয়া, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে সেরা মৎস্য চাষীদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান বলেন, ‘মাছে ভাতে বাঙালি- এ ঐতিহ্য পুনরুদ্ধার করে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মৎস্য খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বর্ধিত জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমুদ্র বিজয়ের মাধ্যমে ব্লু-ইকোনমির বিশাল সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সমন্বিত ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের গণমুখী কর্মকান্ডের ফলে ইলিশ উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। জাতীয় মাছ ইলিশ আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ কাজ করে যাচ্ছে।