হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
“মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি, তিতাস নদীতে পোনামাছ অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ সিআইপি।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও আজগর আলীর সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহােমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, মৎস্যচাষী নারায়ন চন্দ্র দাস প্রমূখ।
এ সময় মৎস্যজীবি, উপজেলার ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।