
কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন এমপি বাহার
কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হল ময়দান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাণীর দীঘিতে পোনা মাছ অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন করা হয়।
‘মৎস্য চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।
বেলা ১১ঘটিকায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে কুমিল্লা টাউনহল বীরচন্দ্র নগর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মৎস্য চাষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন সিদ্দিক । স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আবদুল ছাত্তার।
কুমিল্লা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কতৃর্ক আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ১৯ উদযাপনউপলে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাঃ বজলুর রশিদ (বিভাগীয় উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর,চট্রগ্রাম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর সালেহ ইমন, কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আবদুল ছাত্তার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীলসমাজের নাগরিকবৃন্দ।