1097

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া গাড়ির চাপায় নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া গাড়ির চাপায় জুবায়ের (২০) ও শিমুল দাস (১৯) দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ads

শিমুল দাসের বাড়ি ফেনী জেলার শর্শদি এবং জুবায়েরের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। দু’জনে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, উপজেলার আমানগন্ডা এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশে একটি অজ্ঞাতপরিচয় বেপরোয়া গাড়ি চৌদ্দগ্রাম বাজার থেকে উপজেলার মিয়াবাজার যাওয়ার পথে ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল দাসের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ads

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জীবন হাজারী বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত