1063

ভোক্তা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযানে বাঙ্গরা বাজা‌রে চার প্র‌তিষ্ঠান‌কে জরিমানা

১৪ জুলাই জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে জেলার মুরাদনগর উপ‌জেলার বাঙ্গরা থানাধীন বাঙ্গরা বাজা‌রে অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে মোড়‌কের গা‌য়ে‌ মেয়াদসহ প্র‌য়োজনীয় ঘোষণা না লেখায় মা‌য়ের দোয়া বেকারী‌কে ১০,০০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় জনপ্রিয় ফা‌র্মেসী‌কে ৫,০০০ টাকা, ফি‌জি‌শিয়ান স্যাম্পল ঔষধ রাখায় আ‌মিরুল্লাহ ফা‌র্মেসী‌কে ২,০০০ টাকা এবং ওজ‌নে কারচু‌পি করায় নিউ বনফুল মিষ্টান্ন ভাণ্ডার‌কে ২,০০০ টাকাসহ আজ মোট ৪টি প্র‌তিষ্ঠান‌কে প্রশাস‌নিক ব্যবস্থায় ১৯,০০০ টাকা জ‌রিমানা করা হয়। উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মো: খা‌লেদ মাহমুদ এবং এসআই  জীব‌নের নেতৃ‌ত্বে  বাঙ্গরা বাজার থানা পু‌লি‌শের এক‌টি  টিম এ কা‌জে সা‌র্বিক  সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে  এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত